ফেঞ্চুগঞ্জে গৃহকর্মী ধর্ষনের ঘটনায় ২ জন গ্রেফতার

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, জুন ৩০, ২০২০

ফেঞ্চুগঞ্জে গৃহকর্মী ধর্ষনের ঘটনায় ২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :: ফেঞ্চুগঞ্জের রেলকলোনী এলাকার এক গৃহকর্মীকে ধর্ষনের ঘটনায় জড়িত ২ জন কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, সুমন (২৪), পিতা- সেলিম মিয়া, সাং- মাইজগাঁও (মিঠু মিয়ার কলোনীর ভাড়াটিয়া, থানা- ফেঞ্চুগঞ্জ, জেলা- সিলেট ও ফাতু মিয়া (৪৫), পিতা- মৃত মজির আলী, সাং- হাটুভাঙ্গা, থানা- ফেঞ্চুগঞ্জ, জেলা- সিলেট ।

উল্লেখ্য; ফেঞ্চুগঞ্জের পাঠানটিলা সাকিনের কবির আহমদ আহমদের বাড়ির গৃহকর্মী গতকাল সোমবার (২৯ জুন) বিকাল ৫টার সময় বাড়ির বাইরে গেলে বর্নিত আসামী সুমন ও ফাতু মিয়া কৌশলে তাকে মাইজগাঁও এলাকার এক বাড়িতে নিয়ে ধর্ষন করে। এরকম অভিযোগ পাওয়ার সাথে সাথে পুলিশ সুপার এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) রাশেদুল হক চৌধুরী এবং অফিসার ইনচার্জ বদরুজ্জামান এর নেতৃত্বে থানা পুলিশের একাদিক টিম রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উক্ত আসামীদের গ্রেফতার করে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলতেছে।

এ অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো: লুৎফর রহমান জানান ফেঞ্চুগঞ্জে গৃহকর্মী ধর্ষনের ঘটনায় জড়িত মূল আসামীদের গ্রেফতার করা হয়েছে। যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ