সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪১ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২১
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: বকেয়া বিদ্যুৎ বিলের কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) কমলগঞ্জের এক কর্মীকে মারধর করার অভিযোগে থানায় দায়েরকৃত মামলায় এক ব্যবসায়ী নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২২ মার্চ বেলা ১টায় শমশেরনগর বাজারে এ ঘটনাটি ঘটলে পবিস কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের এজিএম (কম) ওবায়দুল হক বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে কমলগঞ্জ থানায় একটি মামলা করেছিলেন। এ মামলার ১ নম্বর আসামী শমশেরনগর বণিক কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ জাহিদুল ইসলামকে গত শনিবার (১০ এপ্রিল) রাতে কমলগঞ্জ থানার পুলিশ গ্রেফতার করে।
পবিস কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপ-মহা ব্যবস্থাপক মীর গোলাম ফারুক বলেন, বকেয়া বিলের কারণে গত ২২ মার্চ সোমবার এ অফিসের হিসাব বিভাগের কর্মকর্তা সুলতান উদ্দীনের নেতৃত্বে বিদ্যুৎকর্মীরা শমশেরনগর কাঁচা বাজার (ভেতর বাজার)-এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছিলেন। এ সময় কতিপয় ব্যবসায়ী পবিস কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের হিসাব বিভাগের কর্মকর্তা সুলতান উদ্দীনকে মারধর করেছিল। এ ঘটনায় ২২ মার্চ সোমবার রাতেই শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ ৪ জনের নাম উল্লেখসহ আরও ৮ জনকে অজ্ঞাত দেখিয়ে করে কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছিল। এ মামলার ১ নম্বর আসামী শমশেরনগর বণিক কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ জাহিদুল ইসলামকে পুলিশ গ্রেফতার করেছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বিদ্যুৎ কর্মকর্তাকে মারধর করার মামলার ১ নম্বর আসামীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার সকালে তাকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি