সিলেট ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, জুন ১১, ২০২০
অনলাইন ডেস্ক :; করোনাভাইরাস প্রাদুর্ভাব থেকে কাটিয়ে উঠতে প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির কর হার ২ দশমিক ৫ শতাংশ কমানোর প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদের ২০২০-২১ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই প্রস্তাব করেন।
অর্থমন্ত্রী বলেন, করোনাভাইরাস প্রাদুর্ভাবের প্রেক্ষিতে করদাতাদের কভার লাঘবের লক্ষ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এরূপ কোম্পানি কর হার ৩৫ শতাংশ থেকে ২ দশমিক ৫ শতাংশ কমিয়ে ৩২ দশমিক ৫শতাংশ নির্ধারণের প্রস্তাব করছি।
তিনি আরও বলেন, বর্তমানে ব্যাংক বীমাসহ আর্থিক প্রতিষ্ঠান মোবাইল ফোন কোম্পানি এবং সিগারেটের প্রস্তুত কোম্পানি ব্যতীত পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির কর হার ২৫ শতাংশ। পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির কর হার ৩৫ শতাংশ। যা ২০১৪-১৫ অর্থবছর থেকে অপরিবর্তিত রয়েছে।
প্রসঙ্গত, করোনাভাইরাস মহামারীর ভয়াবহ পরিস্থিতিতে এবারের বা অর্থনীতি পুনরুদ্ধারের প্রত্যাশায় আগামী অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার বিকাল সোয়া ৩টার দিকে এ বাজেট ঘোষণা করা হয়। এটি দেশের ৪৯তম এবং অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের দ্বিতীয় বাজেট উপস্থাপন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি