করোনা মহামারীতে হিজড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে বন্ধু, আইসিডিডিআর,বি

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, জুন ৩০, ২০২০

করোনা মহামারীতে হিজড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে বন্ধু, আইসিডিডিআর,বি

 চলমান করোনা মহামারীর মধ্যে দেশের সিলেট, ঢাকা, চট্টগ্রাম, ও ময়মনসিংহ বিভাগের ২৮ জেলায় হিজড়া ও যৌন সংখ্যালঘু জনগোষ্ঠীর ২৩৯০ জন সদস্যকে খাদ্য সহায়তা প্রদান শুরু করেছে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি- বন্ধু। জার্মান ডক্টরস নামের দাতা সংস্থার আর্থিক সহায়তায়, আইসিডিডিআর,বি এর সার্বিক ব্যবস্থাপনায় গত ২৮ শে জুন রবিবার সকাল থেকে সিলেট জেলায় বন্ধু’র সিলেট ডিআইসি থেকে ১২৫ জনকে খাদ্য সামগ্রী বিতরণ কর্যক্রম শুরু করেছে । খাদ্য সহায়তা হিসাবে প্রত্যেককে ১২ কেজি চাল, ৪ কেজি আলু, ২ কেজি মশুর ডাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি লবন, ২ কেজি পিঁয়াজ এবং ২ টি সাবান ও ২ টি মাস্ক প্রদান করা হয়েছে। খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমে সিলেট ডিআইসি ম্যানেজার মোঃ জহিরুল ইসলাম ও আইসিডিডিআর’বি এর মনিটরিং অফিসার মোঃ হাফিজুল ইসলাম উপস্থিত ছিলেন। হিজড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ আমাদের সমাজে বরাবরই অবহেলিত ও বঞ্চিত। এই চলমান করোনা মহামারীতে তাদের অনেকেই কর্মহীন হয়ে পড়েছে এবং প্রচলিত পেশাও চালাতে পারছে না। এ পরিস্থিতিতে দিন শেষে তাদের খাবার সংস্থান করাই কঠিন হয়ে পড়েছে। বন্ধু এবং আইসিডিডিআর,বি ভবিষ্যতে এই খাদ্য সহায়তা কার্যক্রম অব্যহত রাখার চেষ্টা করবে। আইসিডিডিআর,বি ও বন্ধু বর্তমানে দেশের বিভিন্ন জেলায় এইচআইভি প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
252627282930 
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ