সিলেট ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২১
সেলিম মাহবুব,ছাতক
ছাতকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৪০ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ১০জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। গতকাল সেমাবার দুপুরে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের সাউদেরগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গ্রামের মসজিদে জুম্মার নামাজ আদায় করতে গিয়ে লাইনে দাঁড়ানো নিয়ে মসজিদের অভ্যন্তরেই কথা কাটা-কাটি হয় সাউদেরগাঁও গ্রামের মৃত কলমদর খানের পুত্র দৌলত খান ও মৃত রশিদ মিয়ার পুত্র আজাদ মিয়ার মধ্যে। এ নিয়ে গ্রামের উভয় পক্ষের লোকজনের মধ্যে গত কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করে আসছিল। সোমবার দুপুরে এ ঘটনার জের ধরে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উভয় পক্ষের লোকজন তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে জাউয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। প্রায় আধঘন্টা ব্যাপী সংঘর্ষে নারীসহ অন্তত ৪০ ব্যক্তি আহত হয়। গুরুতর আহত মরম আলী(৩৫), লিটন মিয়া(৩৬), সায়েদ মিয়া(৩২), দৌলত খান(৪০), ওলাছ খান(৫০), সুজন খান(৩০), আলী নূর(২০), রনিছা বেগম(৫৫), সুয়েব খান(৪০) ও গয়াছ খান(৫০)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মহিব উদ্দিন(৩২), গৌছ আলী(৫০), সাদিক মিয়া(২২), মনির উদ্দিন(৪৫), জনেদ খান(৩৫), আখলুছ মিয়া(৩০), রাশেদ খান(১৬), উজ্জ্বল হোসেন(২২), আঙ্গুর খান(৩৫), এমরান হোসেন(২০), ফরিদ খান(৩৫)সহ অন্যান্য আহতদের কৈতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।##
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি