ছাতকে ট্রাক মালিক গ্রুপের নতুন আহবায়ক কমিটি গঠন

প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২১

ছাতকে ট্রাক মালিক গ্রুপের নতুন আহবায়ক কমিটি গঠন

ছাতক প্রতিনিধি:: ছাতক ট্রাক মালিক গ্রুপের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) শহরের বাণিজ্যিক ভবনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়।

সভায় আগামী ২৫ তারিখ পর্যন্ত ছাতক ট্রাক মালিক গ্রুপের সদস্য অন্তর্ভুক্তির দিন ধার্য করা হয়েছে। ফারুক আহমদ চৌধুরীকে আহবায়ক, আনিছুর রহমান চৌধুরী সুমনকে যুগ্ম আহবায়ক, মোঃ আলা উদ্দিনকে সদস্য সচিব, রিপন গোপকে যুগ্ম আহবায়ক (অর্থ) নির্বাচিত করে ৭ সদস্য বিশিষ্ট ছাতক ট্রাক মালিক গ্রুপের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়।

কমিটিতে সদস্য রয়েছেন রিপন মিয়া তালুকদার, মোঃ নুরুজ্জামান মিয়া ও ফখর উদ্দিন। হাজী এমাদ উদ্দিনের সভাপতিত্বে ছাতক ট্রাক মালিক গ্রুপের সভায় রিয়াজ আহমদ রাজু, সাইফুর রহমান, কোহিন চৌধুরী, কয়েছ আহমদ, রফিকুল ইসলাম, রাশেদ আহমদ, বাবলু তালুকদার, আব্দুল মতিন, মোঃ ফুল মিয়া, মাজেদুল ইসলাম, উত্তম পাল, নাসির উদ্দিন, সায়েদ মিয়া, মখলিছ মিয়া, আব্দুল হান্নান, কাহির চৌধুরী, শামীম হোসেন, মাহবুবুর আলম, মাসুদুল আলম মাসুদ, সেলিম মিয়া, সঞ্জিব পাল, জয়নাল আবেদীন, হাবিবুর রহমান, মোঃ তারেকসহ ট্রাক মালিকবৃন্দ উপস্থিত ছিলেন। ছাতক ট্রাক মালিক গ্রুপের কার্যক্রম গতিশীল করতে সভায় সর্বসম্মতিক্রমে ৭ সদস্য বিশিষ্ট এ নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়।