এবার আকাশপথে নিয়ন্ত্রণ আরোপ করল রাশিয়া

প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২১

এবার আকাশপথে নিয়ন্ত্রণ আরোপ করল রাশিয়া

অনলাইন ডেস্ক

রাশিয়া এবার কৃষ্ণসাগর এবং ক্রিমিয়া উপদ্বীপের আকাশে বিমান চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে। ইউক্রেন এবং তার পশ্চিমা সমর্থকদের সঙ্গে মস্কোর উত্তেজনা বেড়েছে তখন এই ব্যবস্থা নিল ভ্লামিদির পুতিন সরকার।

জানা গেছে, এরই মধ্যে বিভিন্ন দেশের পাইলটদের উদ্দেশে জারি করা সতর্কবার্তা জারি করা হয়েছে। সাময়িকভাবে কৃষ্ণসাগর এবং ক্রিমিয়া উপদ্বীপকে বিমানের ফ্লাইটের জন্য বিপজ্জনক ঘোষণা করা হয়েছে।
এর আগে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে বিদেশি সামরিক ও বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। চলতি মাসরে মাঝামাঝি থেকে আগামী অক্টোবর মাস পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। সূত্র : পার্সটুডে।