করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে আবু নছর ও এমএ হক

প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০২০

করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে আবু নছর ও এমএ হক

নিজস্ব প্রতিবেদক :;

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সিলেটের আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রবীন নেতা এডভোকেট আবু নছর ও এমএ হক। মঙ্গলবার (৩০ জুন) দুজনকেই সিলেটের নর্থইস্ট হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়।

এদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এমএ হককে মঙ্গলবা্র বিকেলে ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্ঠামন্ডলীর সদস্য আবু নছরকে রাতে হাসপাতালে ভর্তি করা হয়।

এ তথ্য নিশ্চিত করে নর্থইস্ট হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারের সমন্বয়ক অধ্যাপক ডা. নাজমুল হক বলেন, আবু নছর ও এমএ হকের অবস্থা বর্তমানে স্থিতীশীল রয়েছে। করোনার উপসর্গ ছাড়াও তারা বিভিন্ন রোগে ভূগছেন। করোনা শনাক্তকরণ পরীক্ষার জন্য বুধবার তাদের নমুনা সংগ্রহ করা হবে।