ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান আর নেই

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, জুলাই ১, ২০২০

ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান আর নেই

সিল-নিউজ-বিডি ডেস্ক :: ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী লতিফুর রহমান আর নেই(ইন্নাল্লিাহি…রাজিউন)।

বছর দুয়েক ধরে তিনি অসুস্থ ছিলেন বলে জানা গেছে। আর বেশিরভাগ সময়ই তিনি কুমিল্লার চৌদ্দগ্রামের বাড়িতে থাকতেন।

বুধবার সকালে সেখানেই তিনি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন।

লতিফুর রহমান প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার অন্যতম মালিক। তিনি ২০১২ সালে মর্যদাপূর্ণ বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড পেয়েছিলেন।

মৃত্যুর সময়ে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

তিনি এমন দিনে মারা গেলেন, যেদিন তার নাতি ফারাজ আইয়াজ হোসেনের মৃত্যুবার্ষিকী।

যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারাজ হোসেন ২০১৬ সালের ১ জুলাই ঢাকার হোলি আর্টিজান রেস্তোঁরায় জঙ্গি হামলার ঘটনায় নিহত হন।

এ সংক্রান্ত আরও সংবাদ