সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, জুলাই ১, ২০২০
নিজস্ব প্রতিবেদক :: সিলেটে এক বাস দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ১০ জন যাত্রী। বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ১১ টায় এই বাস দুর্ঘটনা সংঘটিত হয়।
প্রত্যক্ষদর্শীর বর্ণনামতে, সিলেট টু জকিগঞ্জ রোডে এই দুর্ঘটনাটি ঘটে। ওই রোডের কানাইঘাট সড়কের বাজারের পূর্ব রামপুর ছত্রনগর স্কুলের সামনে একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খাদে পড়ে যায়। এ ঘটনায় নিহতের কোনো খবর পাওয়া যায়নি। দুর্ঘটনায় ৪ জন আহত হওয়া খবর পাওয়া গেছে। আহতেরা হলেন, নজরুল ইসলাম, বাবুল মিয়া, জাহিদ ও জামাত নেতা নিজাম উদ্দিন।
জানাগেছে, কানাইঘাট সড়কের বাজারের পূর্ব রামপুর ছত্রনগর স্কুলের সামনে একটি সিএনজিকে রক্ষা করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এক সময় মোড় নিতে গিয়ে বাসটি খাদে পড়ে গিয়ে দুর্ঘটনা কবলিত হয়।
খবর পেয়ে জকিগঞ্জ ও কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। কানাইঘাট থানার এস আই মঈনুল ইসলাম জানান, এ পর্যন্ত আমাদের হাতে চারজনের আহত হওয়ার খবর এসেছে। তবে একজন যাত্রী বাদে সবাই প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন জামায়াত নেতা নিজাম উদ্দিন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি