বাজেটে নৌ-পরিবহন খাতে বরাদ্দ বেড়েছে

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, জুন ১১, ২০২০

বাজেটে নৌ-পরিবহন খাতে বরাদ্দ বেড়েছে

অনলাইন ডেস্ক :; মহামারী করোনার সঙ্কটকালে ২০২০-২০২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

প্রস্তাবিত বাজেটে নৌ-পরিবহন খাতে ৩ হাজার ৯৯৯ কোটি টাকার পরিচালন ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে। যা গত অর্থবছরের তুলনায় কিছুটা বেশি।

২০১৯-২০২০ অর্থবছরে এই খাতে প্রস্তাবিত বাজেট ছিল ৩ হাজার ৯০৬ কোটি টাকা।

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের পরিচালন খাতে ৭৩৪ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ৩ হাজার ২৬৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ৩টা ১৮ মিনিটে ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথপরিক্রমা’ শিরোনামে বাংলাদেশের ৪৯তম বাজেটে উপস্থাপন করেন আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী হিসাবে এটি তার দ্বিতীয় বাজেট।

১ লাখ ৮৯ হাজার ৯৯৭ কোটি টাকা ঘাটতি নিয়ে আগামী অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেটের ঘাটতি মেটাতে এবার সরকার ব্যাংক থেকে ঋণ নিচ্ছে ৮৪ হাজার ৯৮০ কোটি টাকা। যা গত অর্থবছরের তুলনায় দ্বিগুণ এবং ২০১৮-১৯ অর্থবছরের বাজেটের তুলনায় তিনগুণ।

এ বাজেটে ব্যয় ধরা হয়েছে ৩ লাখ ৪৮ হাজার ১৮০ কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২ লাখ ১৫ হাজার ৪৩ কোটি টাকা। আর বার্ষিক উন্নয়ন কর্মসূচীর প্রস্তাব করা হয়েছে ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকা।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
252627282930 
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ