সিলেট ১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, জুলাই ১, ২০২০
লাইফস্টাইল ডেস্ক :;
করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির কাছাকাছি গেলে বাতাসের মাধ্যমে সংক্রমণের ঝুঁকি থাকলেও পানির মাধ্যমে এই ভাইরাস ছড়ায় না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
তবে বিশেষজ্ঞরা বলছেন, পানিতে করোনার চেয়ে ভয়ঙ্কর জীবাণু থাকতে পারে। তাই বিশুদ্ধ পানিই পান করা জরুরি।
পাইপে সরবরাহ করা পানি নিরাপদ বলে যুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল প্রটেকশন এজেন্সি (ইপিএ। সম্প্রতি তাদের নাগরিকদের তারা আশ্বস্ত করেছে।
তবে পানিতে এই ভাইরাসের থাকার প্রমাণ পাওয়া না গেলেও রোগীর সংস্পর্শে থাকা পানি, মলমূত্র ও বর্জ্যে স্বল্পসময়ের জন্য হলেও এ ভাইরাসের অস্তিত্ব থাকে।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান গণমাধ্যমকে বলেন, বিশ্বে কোনো গবেষণায় এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে পানিতে থেকে করোনা সংক্রমণ হতে পারে।
করোনার চেয়ে ভয়ঙ্কর আমাশয়, টাইফয়েড, কলেরা জীবাণু, যা পানিতে থাকে। পানি বিশুদ্ধ করার জন্য নির্ধারিত মাত্রার ক্লোরিন ব্যবহার করা হচ্ছে বলেও জানান তিনি। এতে সব ধরনের ব্যাক্টেরিয়া-জীবাণু ধ্বংস হয়ে যায়।
ঢাকার সাধারণ মানুষকে আশ্বস্ত করে তাকসিম বলেন, ঢাকা ওয়াসার পানিতে করোনা রয়েছে এমন কোনো প্রমাণ নেই।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি