ফেঞ্চুগঞ্জে ইউপি চেয়ারম্যান এমরান উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, জুলাই ১, ২০২০

ফেঞ্চুগঞ্জে ইউপি চেয়ারম্যান এমরান উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫ নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমরান উদ্দিনের বিরুদ্ধে ইউপি সদস্যগণ দুর্নীতির অভিযোগ করলেন। যার মধ্যে ইউপি সদস্যরা উল্লেখ করেন চেয়ারম্যান এমরান উদ্দিন ইউনিয়নের কোন সভা করেন না৷ সভা না করে ভোয়া রেজুলেশন তৈরি করেন।

স্থানীয় ইউপি সদস্যের কোন পরামর্শ ছাড়াই ইচ্ছেমত সেচ্ছায় নিজে নিজে কাজ করে যাচ্ছেন। এর পরিপ্রেক্ষিতে ইউপি সদস্যদের স্বাক্ষরিত অভিযোগপত্রে উল্লেখ করা হয় ২ লক্ষ টাকা ব্যায়ে তৈরি হওয়া মানিককোনা দাখিল মাদরাসার সামনের রাস্থাটির জন্য ইউপি চেয়ারম্যান আবার ১.৩০.০০০ টাকার প্রকল্প দাখিল করেন এবং সম্পুর্ন অর্থ আত্মসাৎ করেন। এমনকি চেয়ারম্যান এমরান উদ্দিনের বিরুদ্ধে তদন্ত করলে আরও অনিয়ম ধরা পড়বে বলে দাবি করেন ইউপি সদস্যরা।