খাদিমপাড়া হাসপাতালে দেয়া হচ্ছে এম্বুলেন্স ইউনিয়ন বাসীরপ্রতি- চেয়ারম্যানের কৃতজ্ঞতা

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, জুলাই ১, ২০২০

খাদিমপাড়া হাসপাতালে দেয়া হচ্ছে এম্বুলেন্স ইউনিয়ন বাসীরপ্রতি- চেয়ারম্যানের কৃতজ্ঞতা

জাহিদুল ইসলাম :: সিলেট শহরতলী ৪ নং খাদিমপাড়া ইউনিয়ন বাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আফছর আহমেদ।

আজ দুপুরে উনার ব্যাক্তিগত ফেইসবুক আইডিতে দেয়া বার্তাটি তোলে ধরা হলো।

আমার খাদিমপাড়া ইউনিয়ন বাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতাঃ

মহামারী করোনা ভাইরাস যখন বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে পড়েছে তখন করোনা চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে করোনা আইসোলেশন করার কথা বলা হয়েছিলো। কিন্তু বিভিন্ন এলাকায় এলাকাবাসীরা করোনা আইসোলেশন করতে বাধা দিয়েছে। এমন অনেক ঘটনা ঘটেছে যে এলাকায় করোনা আইসোলেশন সেন্টার হবে সেই এলাকার মানুষ আইসোলেশন যাতে না হয় সেজন্য প্রতিবাদ করেছে, আইসোলেশন হতে বাধা প্রদান করেছে। কিন্তু আমার প্রাণপ্রিয় খাদিমপাড়া ইউনিয়ন বাসী খাদিমপাড়ায় করোনা আইসোলেশন হতে সাহায্য করেছে। খাদিমপাড়া ৩১ শয্যা হাসপাতালে যখন করোনা আইসোলেশন সেন্টারের কথা বলা হয়েছে তখন খাদিমপাড়া ইউনিয়ন বাসী সর্বাত্মক সহযোগিতা করেছে যা আমাদের জন্য গর্বের বিষয় । তাছাড়া খাদিমপাড়া ইউনিয়ন বাসীর টাকা দিয়েই এই হাসপাতালে জন্য একটি এ্যম্বুলেন্স দেয়া হচ্ছে। তাই আমি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার প্রাণপ্রিয় খাদিমপাড়া ইউনিয়ন বাসীর প্রতি।

এ সংক্রান্ত আরও সংবাদ