সিলেট ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, জুন ১১, ২০২০
নিজস্ব প্রতিবেদক:: সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানাধীন ধুমখাল মনাইকান্দি চেঙ্গেরখাল নদীতে চাঁদাবাজির সময় ৪ চাঁদাবাজকে আটক করেছে জালালাবাদ থানা পুলিশ।
গত মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৬টায় পাথর ও বালুবাহী প্রতিটি নৌ-যান থেকে ১ হাজার থেকে এক হাজার ৫’শ টাকা করে চাঁদা আদায়কালে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ওই এলাকার মনাইকান্দি গ্রামের মৃত মদরিছ আলীর পুত্র আব্দুর রউফ (৪৫), মকদ্দছ আলীর পুত্র সবজির আহমদ (২৭), জমির আলীর পুত্র রুবেল আহমদ (২৫), ইসলাম উদ্দিনের পুত্র ইমরান আহমদ(১৮)।
তাদের কাছ থেকে নগত ২ হাজার টাকা ও চাঁদাবাজির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র-শস্ত্র রামদা, লাঠি এবং লোহার রড ও ১টি নৌকা উদ্ধার করত জব্দ করা হয়।
এ ঘটনায় জালালাবাদ থানার পুরান কালারুকা গ্রামের মৃত হুসমত আলীর পুত্র মো. ইলিয়াছ আলী বাদী হয়ে আটক ৪ জন ও পলাতক ৯ জনসহ সর্বমোট ১৩ জন এজাহারভূক্ত ও অজ্ঞাতনামা আরো ১০/১২ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন। যার নং- ০৩ (০৯.০৬২০২০)।
জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন জানান, তার নির্দেশে এসআই জোবায়েদ খানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে চাঁদাবাজদের আটক করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি