ভারতে ৭ দিনে ২৬ লাখ করোনায় আক্রান্ত

প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, মে ৩, ২০২১

ভারতে ৭ দিনে ২৬ লাখ করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক

ভারতে করোনা সংক্রমণ অন্য দেশগুলোর চেয়ে অতি দ্রুত বাড়ছে। দেশটিতে গত ৭ দিনে ২৬ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। আর গত সাত দিনে প্রায় ২৩ হাজার ৮০০ মানুষের মৃত্যু হয়েছে।এ ছাড়া গত শুক্রবারে রেকর্ড ৪ লাখ করোনা শনাক্ত হয়েছে। খবর-টাইমস অব ইন্ডিয়ার।

রোববার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৯২ হাজার ৪৮৮ জন। যা শনিবার তুলনায় প্রায় ১০ হাজার কম। ওই সময়ে মারা গেছেন ৩ হাজার ৬৮৯ জন।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, বিকাল পর্যন্ত দেশটিতে ১ কোটি ৯৯ লাখ ২৫ হাজার ৬০৪ জন আক্রান্ত হয়েছেন। এর এতে এ পর্যন্ত আক্রান্ত হয়ে ২ লাখ ১৮ হাজার ৯৫৯ জনের মৃত্যু হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ