‘আইপিএল থেকে পর্যায়ক্রমে চীনের স্পন্সর সরানো হোক’

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, জুলাই ১, ২০২০

‘আইপিএল থেকে পর্যায়ক্রমে চীনের স্পন্সর সরানো হোক’

স্পোর্টস ডেস্ক ::

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে পর্যায়ক্রমে চীনের স্পন্সর সরানোর দাবি জানিয়েছেন কিংস ইলেভেন পঞ্জাবের অন্যতম ফ্র্যাঞ্চাইজি মালিক নেস ওয়াদিয়া।

গত কয়েক মাস ধরে চীনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে ভারতের। ৬ জুন উভয়পক্ষের প্রথম দফা বৈঠকে কোনো ফল আসেনি। ১৬ জুন চীন ও ভারতের সেনা সদস্যদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে ভারতীয় ২০ জওয়ান নিহত হন। চীনেরও কয়েকজন সেনাও নিহত হন।
তারপর থেকেই উভয় দেশের সঙ্গে সম্পর্কের অবনতি হতে থাকে। ১৬ জুনের সেই সংঘর্ষকে কেন্দ্র করেই চীনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য জোর দাবি উঠেছে ভারতে।

আইপিএল থেকে পর্যায়ক্রমে চীনের স্পন্সর বাতিলের দাবি জানিয়ে নেস ওয়াদিয়া বলেছেন, দেশের স্বার্থে চীনের প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের সম্পর্ক ছিন্ন করা উচিত। সবার আগে দেশ। টাকা এখানে গৌন। আর এটা তো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, চাইনিজ প্রিমিয়ার লিগ তো নয়। উদাহরণ স্থাপন করা উচিত আমাদের। রাস্তা দেখানো উচিত।

গালওয়ান উপত্যকায় সংঘর্ষকে কেন্দ্র করে চীনের ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত সরকার। নরেন্দ্র মোদি সরকারের এমন সিদ্ধান্তের পর আইপিএল থেকে চীনের স্পন্সর সরানোর দাবি জানিয়েছেন কিংস ইলেভেন পঞ্জাবের অন্যতম মালিক।

নেস ওয়াদিয়া বলেন, শুরুতে স্পন্সর খুঁজে পাওয়া মুশকিল। তবে আমি নিশ্চিত যে ওদের বিকল্প হয়ে ওঠার মতো প্রচুর ভারতীয় কোম্পানি রয়েছে। সরকারের প্রতি দেশের মানুষের শ্রদ্ধা থাকা উচিত। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেনাদের প্রতি শ্রদ্ধা থাকা উচিত।

নেস ওয়াদিয়া আরও বলেছেন, আমি যদি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি হতাম, তবে আসন্ন মৌসুমে ভারতীয় স্পন্সর খোঁজা শুরু করতাম। ভারতীয় কোম্পানিদের এবার এগিয়ে আসতে হবে। আইপিএল বিশ্বের সেরা টি-টোয়েন্টি টুর্নামেন্ট, চীনের কোম্পানিগুলো আইপিএল থেকে সুবিধা নেয়ার জন্য যেভাবে তাকায়, ভারতীয় কোম্পানি মালিকদেরও সেভাবে দেখতে হবে। চীনের স্পন্সর সরিয়ে দেয়ার জন্য সময়ের প্রয়োজন।

প্রসঙ্গত, ভারতের জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলে ২০২২ সাল পর্যন্ত টাইটেল স্পন্সর হয়েছে চীনের মোবাইল ফোন কোম্পানি ভিভো। প্রতি বছর ভিভো থেকে ৪৪০ কোটি টাকা করে পায় বিসিসিআই।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
252627282930 
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ