কুলাউড়া হাসপাতাল পাচ্ছে অত্যাধুনিক অক্সিজেন কন্সেনটেটর

প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, জুলাই ১, ২০২০

কুলাউড়া হাসপাতাল পাচ্ছে অত্যাধুনিক অক্সিজেন কন্সেনটেটর

 লন্ডন ১লা জুলাই : মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স-এ করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা প্রদানে এগিয়ে এসেছেন কুলাউড়া উপজেলার প্রবাসী দুই কৃতি সন্তান । যুক্তরাজ্যে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা কৃতি সন্তানগণ হলেন জালালাবাদ এসোসিয়েশন ইউকের সিনিয়র ভাইস প্রেসিডন্ট ও বাংলাদেশ ক্যাটারারস এসোসিয়েশন (বিসিএ) এর প্রেসিডেন্ট এম.এ মুনিম ও মোজাহিদ আলী চৌধুরী। তাঁরা জালালাবাদ এসোসিয়েশন ইউকের প্রেসিডন্ট মুহিবুর রহমান মুহিব এর আহবানে সাড়া দিয়ে কুলাউড়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স-এ অত্যাধুনিক দুটি অক্সিজেন কন্সেনটেটর প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেন। যা দিয়ে কোন ধরনের খরচ ছাড়াই শ্বাস কষ্টে আক্রান্ত রোগীরা সেবা নিতে পারবেন। দুই প্রবাসীর এই সহায়তা সাদরে গ্রহণ করতে প্রস্তুত রয়েছে উপজেলা স্বাস্হ্য বিভাগ। আগামী সাপ্তাহে কন্সেনটেটর দুটি হস্তান্তর করার পরিকল্পনা রয়েছে দাতাদের।ইতিমধ্যে জালালাবাদ এসোসিয়েশন ইউকের প্রেসিডন্ট মুহিবুর রহমান মুহিব এর নেতৃত্ব সিলেটের দুটি করোনা হাসপাতালে ১০ টি অক্সিজেন কনসেনট্রাটর প্রদান করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ