বুধবার ওসমানীর ল্যাবে সিলেটের ৮০ জন করোনা শনাক্ত

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, জুলাই ১, ২০২০

বুধবার ওসমানীর ল্যাবে সিলেটের ৮০ জন করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক : সিলেট ওসমানী মেডিকেল কলেজের ২য় তলায় স্থাপিত পিসিআর ল্যাব থেকে নমুনা পরীক্ষার পর বুধবার আরো ৮০ জন করোনা আক্রান্ত হয়েছেন।

ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বুধবার (১ জুলাই) রাতে জানান আজ ওসমানীর ল্যাবে মোট ২৮২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে মোট ৮০ টি রিপোর্ট করোনা পজেটিভ আসে। অর্থ্যাৎ বুধবার সিলেট জেলায় নতুন করে আরো ৮০ জন করোনা শনাক্ত হয়েছেন। আক্রান্ত ৮০ জনই সিলেট জেলার বাসিন্দা।

মঙ্গলবার পর্যন্ত সিলেট জেলায় সর্বোচ্চ ২৫৫০ জন ও সুনামগঞ্জে ৯৯০ জন করোনা রোগী ছিল। বুধবার দিন শেষে সিলেট ৮২ ও সুনামগঞ্জে ২৫ জন বেড়ে এ সংখ্যা এখন সিলেটে ২৬৩২ ও সুনামগঞ্জে ১০১৫ জনে বৃদ্ধি পেল।

এর আগে ৩০ জুন মঙ্গলবার ওসমানীর পিসিআর ল্যাব থেকে ২৮২ টি নমুনা পরীক্ষার পর সিলেটের ৭২ জনের রিপোর্ট করোনা রিপোর্ট পজেটিভ আসে।

এ সংক্রান্ত আরও সংবাদ