ছাতকের পল্লীতে বসতঘরেে আগুন মালামাল পুড়ে ছাই

প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, জুলাই ১, ২০২০

ছাতকের পল্লীতে বসতঘরেে আগুন মালামাল পুড়ে ছাই

ছাতক(সুনামগঞ্জ) প্রতিনিধি
ছাতকে দূর্বৃত্তদের দেয়া আগুনে একটি বসতঘর ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার সিংচাপইড় গ্রামে এ ঘটনা ঘটে। রাতে কে বা কারা সিংচাপইড় গ্রামের কালা শাহ’র পুত্র হতদরিদ্র গয়াছ মিয়ার বসতঘরে আগুন লাগিয়ে দেয়। বাড়ীর চারদিকে বন্যার পানি থাকায় আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে সহযোগিতা করতে পারে নি। এসময় গৃহকর্তাও বাড়িতে ছিলেন না। আগুনে বসতঘর সহ ঘরে থাকা নগদ টাকা, ৪০ টি হাস, ২০ টি মোরগ, আসবাবপত্র ও দলিলালদি পুড়ে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গয়াছ মিয়া জানান তিনি কর্মজীবী মানুষ। ঘটনার সময় তার বাড়ীতে কেউ ছিলো না। রাতে বাড়ী ফিরে তিনি হতভম্ব হয়ে পড়েন। বন্যার কারনে আশপাশ এলাকার লোকজনও আগুন নিয়ন্ত্রনে কোনো সহযোগিতা করতে পারে নি। আগুনে ঘর পুড়ে তার প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে।##

এ সংক্রান্ত আরও সংবাদ