গোলাপগঞ্জে ব্যাংকার সহ নতুন ১১জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত দেড়শ’!

প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, জুলাই ২, ২০২০

গোলাপগঞ্জে ব্যাংকার সহ নতুন ১১জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত দেড়শ’!

গোলাপগঞ্জ প্রতিনিধি :: গোলাপগঞ্জে বুধবার নতুন আরও ১১জনের করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দেড়শ’র ঘরে পৌছালো।

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.শাহিনুর ইসলাম শাহিন।

নতুন আক্রান্তরা হলো- পৌর এলাকার ঘোষগাও গ্রামের শাহাদাৎ হোসেন (৩৬), ঢাকাদক্ষিণ ইউনিয়নের পশ্চিম খর্দ্দাপাড়ার সাহেদ আহমদ (২০), লক্ষিপাশার সনাকপুর গ্রামের ফখরুল ইসলাম(৫৩), নিমাদল গ্রামের খালেদ আহমদ(৫১), আশরাফুল আলম চৌধুরী( ৩২), ভাদেশ্বর পূর্বভাগ এলাকার ব্যাংক কর্মকর্তা মুহিবুর রহমান (২৭), সিলিমপুরের লুৎফুর রহমান (৪০), ফুলবাড়ি ইউপির হেতিমগঞ্জের রুবেল মিয়া(৪৩) ও রফিক উদ্দিন(৫৮), শরিফগঞ্জ ইউনিয়নের কালিকৃষ্ণপুর গ্রামের শহিদ মিয়া(৩২) ও মামুন মিয়া (২৮)।

পাশাপাশি আজও ঢাকাদক্ষিণের সুনামপুরের বাসিন্দা সিলেট উপশহর ডাচ বাংলা ব্যাংকের কর্মকর্তা শামসুল ইসলাম (৪৭) এর ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে।

এ নিয়ে গোলাপগঞ্জে মোট আক্রান্ত হয়েছেন ১৫০জন। ইতিমধ্যে সুস্থ হয়েছেন ৭৫জন এবং মৃত্যু বরণ করেছেন ৭জন।