সিলেটে ৩ শতাধিক নিম্নবিত্তদের মাঝে ইফতার বিতরণ করলো এপেক্স

প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, মে ১২, ২০২১

সিলেটে ৩ শতাধিক নিম্নবিত্তদের মাঝে ইফতার বিতরণ করলো এপেক্স

ডেস্ক রিপোর্ট :: আন্তর্জাতিক সেবাসংগঠন এপেক্স ক্লাবস অব সিলেট ও এপেক্স ক্লাব অব হলিসিটির আয়োজনে ২০২১ সালের জাতীয় সভাপতি এপে.ভুবন লাল ভারতীর মাসব্যাপি সেবা কার্যক্রম পরিচালনা করা হয়।

তার অংশ হিসেবে বুধবার (১২মে) এপেক্স ক্লাব অব হলিসিটির আয়োজনে ও আব্দুল খালিক ফাউন্ডেশনের সহযোগীতায় মেজরটিলা আল আমিন এতিমখানায় ও কাইয়ুম কমপ্লেক্সের সম্মুখে তিন শতাধিক নিম্নবিত্ত ব্যক্তিদের মধ্যে ইফতার বিতরন করা হয়।

এতে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক, এড. রঞ্জিত সরকার, এপেক্স ক্লাবস অব বাংলাদেশের -লাইফ গভর্নর এপে.রমিজ উদ্দিন, সাবেক জাতীয় সভাপতি এপে.এম এ কাইয়ুম চৌ.,যুবলীগ নেতা জাহাংগীর আলম, জেলা গভর্নর-৪ এপে.জিডি রুমো, পিডিজি -এপে.কামরুল ইসলাম , এপে.ইফতেখার হোসেন মনি, এপে.সেলিম আহমদ, এপে.অ্যাড.সিদ্দিকুর রহমান, ছাত্রলীগ নেতা নাজমুল ইসলাম সহ আরও অনেকে।