সিলেট ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, জুলাই ২, ২০২০
সিল-নিউজ-বিডি ডেস্ক :: তুরস্কের পূর্বাঞ্চলে ইরান সীমান্তের লেকভ্যান নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ছয় অভিবাসীপ্রত্যাশীর লাশ উদ্ধার করেছে সে দেশের পুলিশ। নৌকাটিতে ৫৫ থেকে ৬০ জন ছিলেন। তাদের উদ্ধারে চেষ্টা চলছে।
নিহতদের মধ্যে ‘একাধিক বাংলাদেশি’ থাকতে পারেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম সিএনএন তুর্ক।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লুর বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদনে বলা হয়, নৌকাডুবির ঘটনায় নিহতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিক রয়েছেন।
নৌকাটি গত ২৭ জুন হারিয়ে যায়। পরে ঝড়ের কবলে পড়ে। আরও লাশ উদ্ধারের সম্ভাবনা রয়েছে।
পূর্বপ্রদেশে সংবাদ সম্মেলনে সয়লু সাংবাদিকদের বলেন, ‘মানবপাচারে জড়িত সন্দেহে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।’
ইউরোপে যাওয়ার স্বপ্ন নিয়ে তুরস্কের এ এলাকা দিয়ে অভিবাসীপ্রত্যাশীরা প্রায়ই জীবনের ঝুঁকি নেন। এই নৌকায় ৫৫ থেকে ৬০ জন মানুষ ছিলেন বলে ধারণা করা হচ্ছে। সবাইকে এখনও উদ্ধার করা যায়নি। উদ্ধার অভিযানে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।
এই একই নদীতে গত ডিসেম্বরে ৭০ জনকে নিয়ে আরেকটি নৌকা ডুবে যায়। তখন ৭ জন মারা যান।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি