সিলেট ১৯শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, জুলাই ২, ২০২০
খেলা ডেস্ক :: ২০১৫ সালে আইসিসির প্ৰথম স্বাধীন চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিয়েছিলেন ভারতীয় ব্যক্তিত্ব শশাঙ্ক মনোহর। এর পর টানা দুই টার্মে ক্ষমতায় ছিলেন।
বুধবার পদত্যাগ করেছেন শশাঙ্ক মনোহর। আর তার এই পদত্যাগ নাকি খুশি হয়েছে ভারতীয়রা।
এমন দাবি আইসিসির সাবেক সভাপতি এন শ্রী নিবাসন।
এর ব্যাখ্যায় মনোহরের বিরুদ্ধে শ্রী নিবাসনের অভিযোগ, ভারতীয় হয়েও মনোহর পুরোপুরি ভারত-বিদ্বেষী। ভারতীয় ক্রিকেটের অপূরণীয় ক্ষতি করেছেন তিনি। বিশ্বের কাছে বিসিসিআইয়ের প্রাসঙ্গিকতা অনেকটাই কমিয়ে দিয়েছেন তিনি। তাই দেশের ক্রিকেটমহল ও সমর্থকরা তার পদত্যাগে খুশিই হবে।
সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে এসব বিস্ফোরক সব মন্তব্য করেন শ্রী নিবাসন।
শ্রী নিবাসন বলেন, ভারতীয় ক্রিকেটের অর্থনীতিতে আঘাত করেছেন মনোহর। বিসিসিআইকে কার্যত ধ্বংস করে দিয়েছেন উনি।
এসব বলেই ক্ষান্ত হননি ভারতীয় ক্রিকেটের একসময়ের মুকুটহীন সম্রাট।
তিনি বলেন, মনোহর এখন পালিয়ে যাচ্ছেন। কারণ বিসিসিআইয়ের বর্তমান শাসকরা তাকে মোটেই পাত্তা দেয় না। মূলত সৌরভদের ভয়েই পালিয়ে গেছেন মনোহর।
প্রসঙ্গত, আইসিসির প্ৰথম স্বাধীন চেয়ারম্যান হিসাবে ২০১৫ সালে দায়িত্ব নেন শশাঙ্ক মনোহর। এর পর টানা দুই টার্মে ক্ষমতায় ছিলেন। আইসিসির রুল বুক অনুযায়ী, স্বাধীন চেয়ারম্যানরা ৩ টার্ম পদে থাকতে পারতেন মনোহর। তবে দুই টার্ম শেষ হতেই পদ থেকে সরে দাঁড়ালেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি