সিলেট ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, জুলাই ২, ২০২০
সিল-নিউজ-বিডি ডেস্ক :: সিলেট নগরীর মধুশহীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেলিনা বেগমের অপসারণের দাবীতে মানববন্ধন করেছেন স্কুলের অভিভাবক ও এলাকাবাসী। বৃহস্পতিবার (০২ জুলাই) সকাল ১১ টায় স্কুলের প্রধান ফটক এলাকায় প্রধান শিক্ষিকার স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি ও অবৈধ কার্যক্রমের অভিযোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিক্ষুব্ধ বিপুল সংখ্যক লোক শরিক হন। মানববন্ধন চলাকালে শিক্ষানুরাগী লিয়াকত আলী সাংবাদিকদের বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে সেলিনা বেগম এ স্কুলে প্রধান শিক্ষিকা হিসেবে রয়েছেন। এজন্য তিনি ম্যানেজিং কমিটিকে পাত্তা না দিয়ে স্বৈরতান্ত্রিকভাবে স্কুল পরিচালনা করছেন। এছাড়াও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরেন লিয়াকত আলী। তিনি স্কুলের পড়ালেখার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে অবিলম্বে প্রধান শিক্ষিকার অপসারনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানান। উল্লেখ্য, গত ২৩ জুন প্রধান শিক্ষিকা সেলিনা বেগমের নানা অনিয়ম ও তাকে বদলীর জন্য লিখিতভাবে সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর অভিযোগ করেন এলাকাবাসী। এতে স্বাক্ষর করেন, মধুশহীদ পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী মল্লিক চৌধুরী ও সেক্রেটারি মো. সাজ্জাদুর রহমান, আলা উদ্দিন বাদশা, কামাল আহমদ, এম এ আজিজ, আব্দুর রহমান, মো. আবুল হান্নানসহ শতাধিক বিশিষ্ট ব্যক্তি। পাশাপাশি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক এতে সুপারিশ করেছেন। এরপরও প্রশাসন আশানুরূপ কোন ব্যবস্থা গ্রহণ না করায় এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করেন।
সিলেট নগরীর মধুশহীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা অপসারণের দাবিতে এলাকাবাসী ও অভিভাবকদের মানববন্ধন।
Posted by Syl News BD on Wednesday, 1 July 2020
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি