সিলেট ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, জুলাই ২, ২০২০
স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে ইতিমধ্যে ৫০০ ছাড়িয়ে গেছে। অথচ করোনা রোগীদের জন্য এখনো জেলায় ভালো চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়নি। করোনা রোগীদের সরকারি চিকিৎসা ব্যবস্থাকে সহযোগিতা করতে এগিয়ে এসেছে জেলার চিকিৎসক সংগঠন, ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক সংগঠন এবং দেশ-বিদেশে থাকা ব্যক্তিবর্গ।
তাদের যৌথ উদ্যোগে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থাপন করা হচ্ছে হাই ফ্লো নেইজল ক্যানুলা (এইচএফএনসি) ও মেনিফোল্ড অক্সিজেন সিলিন্ডার সিস্টেম। আর এ কাজের অর্থ সংগ্রহ থেকে শুরু করে অনেকটা এগিয়ে নেয়া হয়েছে বলে জানা গেছে উদ্যোক্তাদের সূত্রে।
স্থানীয় সচেতনমহলের মতে, করোনা সংক্রমণের ব্যাপকহার বাড়ায় জেলাবাসীর মধ্যে উদ্বেগ বেড়ছে দিনদিন। বিভিন্ন মহল থেকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপনসহ চিকিৎসাব্যবস্থা উন্নত করার াবি জানানো হচ্ছে। বিএমএ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ডা.শাব্বির হোসেন খান গত ২৪ জুন ফেসবুকে মৌলভীবাজার জেলা সর হাসপাতালে এইচএফএনসি ও মেনিফোল্ড অক্সিজেন সিলিন্ডার স্থাপনে সকলের সহযোগিতা চেয়ে একটি আবেদন করেছেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন অনেক ডাক্তার,উদ্যোক্তা,ব্যবসায়ী, প্রবাসী ।
প্রয়োজনীয় যন্ত্র স্থাপনের জন্য শুধু কিছু মানবিক ডাক্তার তিন লাখ টাকারও বেশি জমা দিয়েছেন। মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে এইচএফএনসি স্থাপনের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বাস্তবায়ন কমিটির সভাপতি করা হয়েছে ডা.শাব্বির হোসেন খান এবং সদস্যসচিব ব্যবসায়ী সুমন আহমদ, কোষাধ্যক্ষ ব্যবসায়ী মনোয়ার আহমেদ রহমান।
বিএমএ এবং মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি, এইচএফএনসি প্রদান ও স্থাপন বাস্তবায়ন কমিটির উপদেষ্টা ডা. এম এ আহাদ বলেন, আমরা চেষ্টা করছি এইচএফএনসি স্থাপনের পাশাপাশি একটা আইসিইউ ইউনিট স্থাপন করা যায় কি না। এ উদ্যোগে অনেকেই এগিয়ে এসেছেন। আমেরিকা থেকে ্য অপটিমিস্ট নামে প্রবাসীরে অর্থায়নে পরিচালিত একটি সংগঠন হাই ফ্লো নেইজল ক্যানুলার জন্য অর্থ সহায়তা দিয়েছে। ঢাকার মৌলভীবাজার সমিতি এবং জালালাবাদ সমিতি কীভাবে সহযোগিতা করা যায়, তা নিয়ে কাজ করছে।
মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে এইচএফএনসি প্রদান ও স্থাপন বাস্তবায়ন কমিটি সূত্রে জানা গেছে, বিভিন্ন কোম্পানি ও পরিবেশকের মাধ্যমে জানা গেছে মৌলভীবাজার হাসপাতালে এইচএফএনসি ও মেনিফোল্ড অক্সিজেন সিলিন্ডার স্থাপনে ব্যয় হতে পারে ২৮ লাখ টাকা। তবে ব্যয় আরও বাড়তে পারে। ইতোমধ্যে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে প্রায় ২০ লাখ টাকা পাওয়া গেছে। বাকী টাকা বিভিন্ন মাধ্যম থেকে পাওয়ার আশ^াস পাওয়া গেছে।
মৌলভীবাজার হাসপাতালে এইচএফএনসি প্রদান ও স্থাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ডা. শাব্বির হোসেন খান গতকাল বৃহস্পতিবার সংবাদকর্মীদের বলেন, মৌলভীবাজার হাসপাতালে এইচএফএনসি ও মেনিফোল্ড অক্সিজেন সিলিন্ডার সিস্টেম নাই অথচ করোনায় আক্রান্ত জটিল রোগীদের সেবায় অক্সিজেন অত্যাবশ্যকিয় উপাদান। তাই এগুলো স্থাপন করা গেলে রোগীদের চিকিৎসায় অগ্রগতি হবে। তাছাড়া বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশন সুবিধা অনেক ব্যয়বহুল। এ যন্ত্র বসানো হলে রোগীরা আর্থিকভাবে উপকৃত হবেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি