ছাতকে প্রতিপক্ষের হামলায় নিহত এনামের দাফন সম্পন্ন

প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, মে ২১, ২০২১

ছাতকে প্রতিপক্ষের হামলায় নিহত এনামের দাফন সম্পন্ন

ছাতক প্রতিনিধি ::
ছাতকে প্রতিপক্ষের হামলায় নিহত হাজী মোস্তফা আনোয়ার এনাম (৪০)’র দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ মাগরিব নোয়ারাই বাজার জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

জানাজায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ নাজিম উদ্দিন সহ ব্যবসায়ী ও এলাকার সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। ব্যবসায়ী হাজী মোস্তফা আনোয়ার এনাম পৌরসভার নোয়ারাই এলাকার মৃত মতিন মিয়ার পুত্র। ঈদের আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় তার উপর হামলা করে চাচাতো ভাই দবির মিয়া ও তার সহযোগীরা। হামলায় গুরুতর আহত হাজী মোস্তফা আনোয়ার এনামকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে তাকে সিলেট নগরীর পার্কভিউ হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়। বুধবার পার্কভিউ থেকে আবারো ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। দু’হাসপাতালে ৭দিন লাইফ সাপোর্টে থাকার পর বৃহস্পতিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।