স্ত্রীসহ করোনা মুক্ত নোভাক জোকোভিচ

প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, জুলাই ২, ২০২০

স্ত্রীসহ করোনা মুক্ত নোভাক জোকোভিচ

স্পোর্টস ডেস্ক ০২ জুলাই ২০২০, ২০:২৮:২২ | অনলাইন সংস্করণ
স্ত্রীসহ নোভাক জোকোভিচ

করোনা টেস্টে নেগেটিভ এসেছে নোভাক জোকোভিচ ও তার স্ত্রী জেলিনার। দু’জনেই বেলগ্রেডে করোনা পরীক্ষা করেছিলেন, সেই পরীক্ষায় নেগিটিভ আসে।

মহামারী করোনাভাইরাসের মধ্যেই সার্বিয়া এবং ক্রোয়েশিয়ায় একটি প্রদর্শনী সিরিজ আয়োজন করেন জোকোভিচ। সেই প্রতিযোগিতায় অংশ নেয়া তিনবারের গ্র্যান্ড স্লাম সেমিফাইনালিস্ট গ্রিগোর দিমিত্রভ, বোর্না করিক এবং ভিক্টর ট্রুইকি করোনা আক্রান্ত হন। তাদের সংস্পর্শে যাওয়ায় আক্রান্ত হন জোকোভিচও। তবে এখন তিনি জানিয়েছেন স্ত্রীসহ পুরোপুরি সুস্থ আছেন।

গত মাসে করোনা আক্রান্ত হওয়ার পর বোরনা কোরিচ সোশাল মিডিয়ায় লেখেন, করোনা টেস্টে আমার পজিটিভ এসেছে। তবে শরীরে কোনো উপসর্গ নেই। গত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছেন, তাদের দ্রুত টেস্ট করা উচিত। তখনই টেস্ট করান বিশ্বের এ নাম্বার ওয়ান টেনিস তারকা। সেই টেস্টে তার পজিটিভ আসে। তবে এখন তিনি সুস্থ রয়েছেন।