আ.লীগ নেতা পলাশকে জরিমানার সংবাদের সিলেট ভিউ’র কৈফিয়ত

প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, জুলাই ২, ২০২০

আ.লীগ নেতা পলাশকে জরিমানার সংবাদের সিলেট ভিউ’র কৈফিয়ত

নিজস্ব প্রতিনিধি : সিলেটের সর্বাধিক পাঠক প্রিয় অনলাইন পোর্টাল সিলেটভিউ২৪ডটকমে সিলেট জেলা আ.লীগ নেতা পলাশকে হাইকোর্টের জরিমানা’ শীর্ষক এই সংবাদটি প্রকাশিত হয়। পরে খোঁজ নিয়ে সিলেটভিউ’র কর্তৃপক্ষ জানতে পারেন তথ্যের মধ্যে গড়মিল রয়েছে। তাদের কৈফিত নিউজটি সিলনিউজ বিডির পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো। “সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারি সংক্রান্ত উচ্চ আদালতের একটি মামলার সংবাদ ১ জুলাই সিলেটভিউ২৪ডটকমে প্রকাশিত হয়। ‘সিলেট জেলা আ.লীগ নেতা পলাশকে হাইকোর্টের জরিমানা’ শীর্ষক এই সংবাদটি তৈরি হয় এক আইনজীবীর দেয়া তথ্যের বরাত দিয়ে। কিন্তু পরবর্তীতে সিলেটভিউ’র পক্ষ থেকে খোঁজ নিয়ে জানা যায়, ওই তথ্যের মধ্যে গড়মিল রয়েছে। মঙ্গলবার রাত থেকে মোস্তাক আহমদ পলাশের মোবাইল ফোন বন্ধ থাকায় তার সাথেও যোগাযোগ সম্ভব হয়নি। তাই সিলেটভিউ স্বেচ্ছায় পূর্ব প্রকাশিত সংবাদটি প্রত্যাহার করে নিয়েছে। সিলেটভিউ সবসময় তার পাঠককে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের চেষ্টা করে। এই কারণে সিলেটভিউ সিলেটসহ দেশ-বিদেশের পাঠকের আস্থার জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছে। কিন্তু অনেক সময় সংবাদ সংশ্লিষ্ট অনেক সূত্রের তথ্যে গড়মিল থেকে যায়। এরকম কারণে কখনো কোন ভুল সংবাদ প্রকাশ হলে সিলেটভিউ নিজ থেকেই সেই সংবাদ প্রত্যাহার করে দু:খ প্রকাশ করে থাকে। সম্পাদকীয় নীতির এই ধারাবাহিকতায় বুধবার আওয়ামী লীগ নেতা পলাশকে নিয়ে প্রকাশিত সংবাদটি প্রত্যাহার করা হলো। সেই সাথে অনাকাঙ্খিত এই সংবাদের জন্য আমরা দু:খপ্রকাশ করছি।