কাউন্সিলর আজাদের বড় ভাই মানিক অসুস্থ, দোয়া কামনা করেছেন আফছর

প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, মে ২৮, ২০২১

কাউন্সিলর আজাদের বড় ভাই মানিক অসুস্থ, দোয়া কামনা করেছেন আফছর

অনলাইন ডেস্ক :: সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের বড় ভাই, অবিভক্ত টুলটিকর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, টিলাগড় পঞ্চায়েত কমিটির সভাপতি, আওয়ামীলীগ নেতা আজিজুর রহমান মানিক অসুস্থ। যুক্তরাজ্যের মেইড ইনহ্যাডের নিজ বাসভবনে স্থানীয় সময় শুক্রবার ভোর ৭টায় অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি জন রেডক্লিফ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তাঁর সুস্থতার জন্য সিলেটবাসীর কাছে দোয়া চেয়েছেন খাদিমাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট আফছর আহমেদ।

উল্লেখ্য, রাজনৈতিক কারনে তিনবার কারাবরণ করেন প্রবীন আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান মানিক। ১৯৭৬ সালে জিয়াউর রহমানের শাষনামলে ২ বার ও পরবর্তীতে এরশাদ শাষনামলে ১ বার কারাবরণ করেন তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ