সিলেট ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, জুলাই ৩, ২০২০
অনলাইন ডেস্ক :;
করোনাভাইরাস ঠেকাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপর জোর দিচ্ছেন ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
বুধবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, রাজ্যবাসীর জন্য আনারস ও লেবুর জুসের ব্যবস্থা করা হচ্ছে। এ জন্য একআনাও কাউকে খরচ করতে হবে না।
এর খরচ রাজ্য সরকারই বহন করবে। ইন্ডিয়া টুডে।
মুখ্যমন্ত্রী জানান, ‘পাবলিক ইমিউনিটি-বুস্টিং প্রোগ্রাম’-এর আওতায় এই সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভায় এই প্রস্তাব অনুমোদন হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সপ্তাহে একদিন হলেও সব রাজ্যবাসীকে আনারস এবং লেবুর জুস খাওয়াতে হলে, আনারসের অনেক জোগান লাগবে।
কোথা থেকে আসবে এত আনারস? অন্য রাজ্য থেকে কি আমদানি করা হবে?
এর উত্তরে তিনি বলেন, ত্রিপুরায় প্রতি বছর ১.২৮ লাখ টন আনারস উৎ?পাদন হয়। ফলে, আনারসের জোগান নিয়ে কোনো চাপ নেই।
বিপ্লব বলেন, আনারস এবং লেবু ভিটামিন সি সমৃদ্ধ। ইমিউনিটি বাড়ানোর সহায়ক।
তার কথায়, এই প্রকল্পটিকে রাজ্যের বৃহত্তর মানুষের কাছে পৌঁছে দিতে চাই। যাতে তারা করোনাভাইরাসের মতো অসুখের হাত থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পারেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি