দুই জানাজা শেষে এম. এ হককে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে

প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২০

দুই জানাজা শেষে এম. এ হককে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে

নিজস্ব প্রতিবেদক :: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সিলেটের প্রবীণ রাজনীতিবিদ, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হক আজ সকাল ১০ টায় নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

সিলেটে ও গ্রামের বাড়ি বালাগঞ্জে দুটি জানাজা শেষে নিজের শেষ ইচ্ছানুযায়ী এম. এ হককে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আজ আছরের নামাজ শেষে বিকেল সাড়ে ৫টায় মানিকপীড় টিলার সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে লাশ নেওয়া হবে গ্রামের বাড়ি বালাগঞ্জের গহরপুরের। সেখানে রাত সাড়ে ৭টায় ২য় জানাজা শেষে পারিবারিক করবস্থানে দাফন করা হবে।

এসব তথ্য জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলী আহমদ।

মঙ্গলবার (৩০ জুন) বিকালে শারীরিক অবস্থা খারাপ হলে হলে তিনি সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তবে তাঁর শরীরে করোনাভাইরাস ছিল কি-না তা জানা যায়নি। এরপর বুধবার রাতে তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। শুক্রবার সকালে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

https://www.facebook.com/sylnewsbd2017/videos/405938310363453/

এ সংক্রান্ত আরও সংবাদ