সিলেট ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২০
আজমিরীগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের আজমিরীগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় তামিম(১২) নামে এক ৫ম শ্রেণীর স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছে । স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থার অবনতির দিকে গেলে কর্তব্যরত চিকিৎসক তামিমকে সিলেট উসমানী মেডিক্যাল কলেজে প্রেরণ করেন ।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে আজমিরীগঞ্জ পৌরসভার কৃষ্ণ নগরের বাসিন্দা ছাত্তার মিয়ার ছেলে উপজেলা কমপ্লেক্সে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র তামিম (১২) তার বাবার কাছ থেকে মাছ আনতে গেলে নিগম আনন্দ আশ্রমের সামনে আসা মাত্র কাকাইলছেও থেকে আসা মোটর সাইকেলে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় শিশু তামিম।
এ ঘটনায় মোটর সাইকেল চালক শিবপাশার মৃত বশির মিয়ার ছেলে মায়মুন মাহমুদ মুন্নারকে স্থানীয়রা আটকে রেখে পরে পুলিশে খবর দেয়।
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু হানিফ জানান, ভিক্টিমের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি । তবে তামিমের পরিবারের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে তামিমের চিকিৎসার ব্যয়ভার চালক মুন্নার পরিবার বহন করায় উনারা কোনো অভিযোগ করছেন না । তারপরও আমরা অভিযোগ পেলে যথাযথ ব্যবস্হা গ্রহণ করবো ৷
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
ব্যবস্থাপনা সম্পাদকঃ আম্বিয়া পাভেল
আইটি সম্পাদক : মাসুম আহমদ
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি