সিলেটের দরগাহসহ বিভিন্ন মসজিদে জুম্মার নামাজ আদায়; করোনামুক্ত পৃথিবী কামনা (ভিডিও)

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২০

সিলেটের দরগাহসহ বিভিন্ন মসজিদে জুম্মার নামাজ আদায়; করোনামুক্ত পৃথিবী কামনা (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক :: করোনাভাইরাস বাংলাদেসহ পুরো বিশ্বে মহামারি রূপ নিয়েছে। প্রতিদিন সারা বিশ্বে লক্ষাধিক মানুষ আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছেন হাজার হাজার মানুষ।

বাংলাদেশসহ পুরো বিশ্বে করোনা সংক্রমণ থেকে রক্ষার জন্য সিলেটের সকল মসজিদে মোনাজাত করা হয়। মোনাজাতে মুসল্লিরা চোখের পানিতে আল্লাহর রহমত কামনা করেন। তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান। এই মহামারী করোনাভাইরাসের সংক্রমণ থেকে সকলকে রক্ষার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।

করোনার সংক্রমণ রোধে আজ শুক্রবার (৩ জুলাই) হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে দূরত্ব বজায় রেখে জুম্মার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। নগরীর অন্যান্য মসজিদের ইমামগনও দূরত্ব বজায় রেখে নামাজ আদায়ের জন্য মুসল্লিদের বলেন।

শাহজালাল মাজার মসজিদে কান্নাজড়িত কণ্ঠে মুসল্লিদের গুণা ও করোনা থেকে মুক্তির আর্তনাদ।

Posted by Syl News BD on Friday, 3 July 2020

নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ, কোর্ট পয়েন্টে কালেক্টরেট জামে মসজিদ, আম্বরখানা জামে মসজিদ, বায়তুল আমান জামে মসজিদ, শামীমাবাদ আল জান্নাত জামে মসজিদসহ অন্যান্য মসজিদে জুমার নামাজে মুসল্লির উপস্থিতি ছিল প্রচুর।

সব মসজিদেই দূরত্ব বজায় রেখে মুসল্লিরা নামাজ আদায় করেছেন। নামাজ শুরু হওয়ার আগে মুয়াজ্জিন ঘোষণা করেন, নিজ নিজ দুরত্ব বজায় রেখে কাতার সোজা করবেন সবাই। কারো গায়ে যেন না লাগে। প্রত্যেকে মাস্ক পড়ে, বাসা থেকে জায়নামাজ নিয়ে মসজিদে যান। এরপর নামাজ শুরু হয়।

নামাজ শেষে মুসলিম উম্মারহর শান্তি ও করোনা মুক্ত পৃথিবী কামনা করে মহান রবের কাছে চুখের পানি ছেড়ে মোনাজাত করেন মুসল্লিরা।

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
18192021222324
252627282930 
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ