সিলেট ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২০
নিজস্ব প্রতিবেদক :: করোনাভাইরাস বাংলাদেসহ পুরো বিশ্বে মহামারি রূপ নিয়েছে। প্রতিদিন সারা বিশ্বে লক্ষাধিক মানুষ আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছেন হাজার হাজার মানুষ।
বাংলাদেশসহ পুরো বিশ্বে করোনা সংক্রমণ থেকে রক্ষার জন্য সিলেটের সকল মসজিদে মোনাজাত করা হয়। মোনাজাতে মুসল্লিরা চোখের পানিতে আল্লাহর রহমত কামনা করেন। তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান। এই মহামারী করোনাভাইরাসের সংক্রমণ থেকে সকলকে রক্ষার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।
করোনার সংক্রমণ রোধে আজ শুক্রবার (৩ জুলাই) হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে দূরত্ব বজায় রেখে জুম্মার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। নগরীর অন্যান্য মসজিদের ইমামগনও দূরত্ব বজায় রেখে নামাজ আদায়ের জন্য মুসল্লিদের বলেন।
শাহজালাল মাজার মসজিদে কান্নাজড়িত কণ্ঠে মুসল্লিদের গুণা ও করোনা থেকে মুক্তির আর্তনাদ।
Posted by Syl News BD on Friday, 3 July 2020
নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ, কোর্ট পয়েন্টে কালেক্টরেট জামে মসজিদ, আম্বরখানা জামে মসজিদ, বায়তুল আমান জামে মসজিদ, শামীমাবাদ আল জান্নাত জামে মসজিদসহ অন্যান্য মসজিদে জুমার নামাজে মুসল্লির উপস্থিতি ছিল প্রচুর।
সব মসজিদেই দূরত্ব বজায় রেখে মুসল্লিরা নামাজ আদায় করেছেন। নামাজ শুরু হওয়ার আগে মুয়াজ্জিন ঘোষণা করেন, নিজ নিজ দুরত্ব বজায় রেখে কাতার সোজা করবেন সবাই। কারো গায়ে যেন না লাগে। প্রত্যেকে মাস্ক পড়ে, বাসা থেকে জায়নামাজ নিয়ে মসজিদে যান। এরপর নামাজ শুরু হয়।
নামাজ শেষে মুসলিম উম্মারহর শান্তি ও করোনা মুক্ত পৃথিবী কামনা করে মহান রবের কাছে চুখের পানি ছেড়ে মোনাজাত করেন মুসল্লিরা।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি