সিলেট ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, জুন ৪, ২০২১
অনলাইন ডেস্ক :: বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি মরহুম দিলদার হোসেন সেলিমের কবর জিয়ারত ও মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেছেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপির একটি দল গোয়াইনঘাটস্থ মরহুম দিলদার হোসেন সেলিমের গ্রামের বাড়ীতে যান। সেখানে গিয়ে মরহুমের কবর জিয়ারত করে তার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মরহুমের বাড়ীতে যাওয়ার পর দলীয় নেতাকর্মী, মরহুমের আত্মী স্বজন ও স্থানীয় এলাকাবাসীর অংশ গ্রহণে সংক্ষিপ্ত পরিসরে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, জেলা আহবায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, আব্দুল মান্নান, ফখরুল ইসলাম ফারুক, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, ইশতিয়াক আহমদ সিদ্দীকি, আব্দুল আহাদ খান জামাল ও মাহবুবুল হক চৌধুরী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহবায়ক ওসমান গনি, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি লুৎফুল হক খোকন, জেলার সাবেক সহ-কোষাধ্যক্ষ এডভোকেট আহমদ রেজা, গোয়ানইঘাট উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাহ আলম স্বপন, আব্দুল মতিন, রফিকুল ইসলাম শাহপরান, ফখরুল ইসলাম, নাসির উদ্দিন, কামাল উদ্দিন, শাহেদ আহম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ছয়ফুল আলম, বিএনপি নেতা মাসুদ রানা, সাঈদুর রহমান, ডা. নুর আহমদ, উপজেলা যুবদল নেতা জিএম শফিক, জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান দেলোয়ার, নুরুল শিকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহেদ আহমদ, সদস্য সচিব মুমিনুল হক, যুগ্ম আহবায়ক ইউসুফ আহমদ ও গোয়াইনঘাট সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক রাসেল আহমদ প্রমূখ।
সিলেট জেলা তথা বিভাগ বিএনপির অভিভাবক দিলদার হোসেন সেলিমের কবর জিয়ারত ও মোনাজাত শেষে দলীয় নেতাকর্মী, আত্মীয় স্বজন ও স্থানীয় এলাকাবাসী আয়োজিত সংক্ষিপ্ত স্মরণসভায় জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার বলেন, আপনাদের আসনের এমপি হলেও মরহুম দিলদার হোসেন ছিলেন জেলা তথা গোটা সিলেট বিভাগ বিএনপির অন্যতম অভিভাবক। বৃহত্তর সিলেটে জাতীয়তাবাদী শক্তির উত্থানে দিলদার হোসেন সেলিমের সীমাহিন ভুমিকা ভুলে থাকার নয়। দেশ ও জাতির কঠিন সময়ে মরহুম দিলদার হোসেন সেলিমের চলে যাওয়ায় আপনাদের ন্যায় জেলা বিএনপি খুব ব্যাতিত। কারণ তার মৃত্যুতে জেলা বিএনপির যে ক্ষতি হয়েছে তা কোনদিন পূরণ হবার নয়। শোককে শক্তিতে পরিণত করে দিলদার সেলিমের রেখে যাওয়া কাজ বাস্তবায়নের শপথ নিতে হবে। আল্লাহ পাক দিলদার সেলিম ভাইকে জান্নাতবাসী করুন। আমীন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি