সিলেট ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, জুন ৫, ২০২১
ম্যাচটি দারুণ উপভোগ্য হলেও ছিল গোলশূন্য।
ঘরের মাঠ পেয়ে অবশ্য আধিপত্য বেশি বিস্তার করেছে স্পেন। কিন্তু একবারের জন্যেও পর্তুগালের রক্ষণ ভেদ করতে সক্ষম হয়নি। যদিও জালে বল জড়াতে সক্ষম হয়েছিল পর্তুগালই।
ম্যাচের ২৩ মিনিটের সময় স্পেনের গোলরক্ষককে পরাস্ত করতে সক্ষম হন পর্তুগালের হোসে ফন্তে।
কিন্তু এই গোল করার পথে পাউ তোরেসকে ফাউল করায় সেটি বাতিল করে দেন রেফারি।
বেশ কিছু সুযোগ পেয়েছিলেন পর্তুগালের ফুটবল যুবরাজ রোনাল্ডো। কিন্তু একটিও কাজে লাগাতে পারেননি।
গোলরক্ষক বরাবর তার বেশ কয়েকটি শট করেন রোনাল্ডো। সবগুলোতেই ব্যর্থ হন।
দ্বিতীয়ার্ধে গোল পেতে মরিয়া হয়ে ওঠে স্পেন। পর্তুগালের রক্ষণে প্রচণ্ড চাপ সৃষ্টি করেন আলভারো মোরাতা ও পাওলো সারাভিয়া।
কিন্তু নিখুঁত ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি তারা। ফলে গোলশূন্য ড্র দিয়েই শেষ হয় ম্যাচটি। একই দিন গ্রিসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বেলজিয়াম।
ম্যাচ হাইলাইটস দেখুন –
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি