অপপ্রচারের বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জের হেলাল মেম্বারের ভিন্নমত

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২০

অপপ্রচারের বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জের হেলাল মেম্বারের ভিন্নমত

 ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি ::গত কয়েকদিন ধরে ফেঞ্চুগঞ্জ উত্তর ফেঞ্চুগঞ্জ ইউপি সদস্য হেলাল মিয়ার নামে অপপ্রচারের ভিন্নমত জানিয়েছেন তিনি। এক বিবৃতিতে হেলাল মিয়া বলেন, আমাকে নিয়ে যা লেখা হচ্ছে তা মিথা বানোয়াট। কেউ কেউ প্রচার করছেন আমি নাকি বয়স্ক ভাতার টাকা আত্মসাৎ করেছি। এটা সম্পুর্ন মিথ্যা। আপনারা জানেন যার কার্ড তিনি নিজে ব্যাংকে গিয়ে টাকা তুলেন এখানে আমি বা অন্য কারো কাটা আত্মসাতের কোন সুযোগই নাই। এছাড়া অভিযোগকারী হিসাবে দুলবজান বিবির যে নাম এসেছে সেই দুলববজান বিবি বলেন, হেলাল মেম্বার আমার কোন টাকা খায়নি আমি কোন অভিযোগও করিনি। হেলাল মেম্বার বলেন, দুলবজান বিবির বক্তব্যে এটা পরিস্কার যে কোন কুচক্রী মহল বানোয়াট উদ্দেশ্যপ্রনোদিত ভাবে আমার নামে অপবাদ ছড়াচ্ছে। তিনি জানান, আইনানুগ ব্যবস্থা নিতে তিনি এখন থানায় যাচ্ছেন।