করোনায় আক্রান্ত হয়ে শ্রীমঙ্গলের এক ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, জুন ৫, ২০২১

করোনায় আক্রান্ত হয়ে শ্রীমঙ্গলের এক ব্যবসায়ীর মৃত্যু

স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিরঞ্জন বৈদ্য (৫০) নামের এক ব্যবসায়ী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করার খবর পাওয়া গেছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধিন অবস্থায় সিলেটের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তিনি শহরের হবিগঞ্জ রোডস্থ হাবিব মার্কেটের সুরশ্রী মিউজিক্যাল হলের মালিক ও শহরতলীর দেববাড়ি সড়কের বাসিন্দা বলে জানা গেছে।

হাবিব মার্কেটের মালিক ও শ্রীমঙ্গল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আকবর হোসেন শাহিন জানান, নিরঞ্জন বৈদ্যের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার বাহবল উপজেলার মীরপুর এলাকায়। মাসখানের আগে তিনি গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ১০/১২ দিন আগে উনাকে চিকিৎসার জন্য সিলেটের একটি হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানেই তাঁর করোনা রিপোর্ট পজেটিভ আসে। আজ সকাল সাড়ে ১০টায় তিনি করোনার কাছে হার মেনে মৃত্যুবরণ করেন। তিনি শহরতলীর দেববাড়ি সড়কে উনার শশুরবাড়িতে বসবাস করতেন বলেও জানান মার্কেটের মালিক।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিরঞ্জন বৈদ্যের করোনায় মৃত্যুর খবরটি নিশ্চিত করতে পারেননি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী।

তিনি বলেন, সিলেটের মৃত্যুর তথ্য আমাদের কাছে আসেনি। করোনায় মৃত্যু হয়ে থাকলে আমরা খোঁজ নিয়ে তাঁর বাসা লকডাউন করে দিব। এছাড়া নতুন করে শহরতলীর সিন্দুরখান রোড (সুনগইড়) এলাকায় আরো একজন করোনা রোগি শনাক্ত হয়েছেন বলে তিনি জানান।

এ নিয়ে ওই এলাকায় মোট ২১ জন করোনা শনাক্ত হলো। যার মধ্যে ১২ জন’ই চাঁপাইনবাবগঞ্জের লোক।

এ সংক্রান্ত আরও সংবাদ