জৈন্তাপুরে প্রাণিসম্পদ ডেইরী প্রকল্পের প্রদর্শনী অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, জুন ৫, ২০২১

জৈন্তাপুরে প্রাণিসম্পদ ডেইরী প্রকল্পের প্রদর্শনী অনুষ্ঠিত

 জৈন্তাপুর প্রতিনিধিঃ জৈন্তাপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় শনিবার জৈন্তাপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২১ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রদর্শনীতে ২৫ টি স্টল অংশগ্রহণ করে। প্রদর্শনী শেষে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মাসুদের পরিচালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান কামাল আহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল হক সরকার, জৈন্তাপুর প্রেস ক্লাবের সভাপতি শাহেদ আহমদ, উপজেল ডেইরি খামার এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন,জৈন্তাপুর প্রেস ক্লাবের সহ সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার বেলাল, প্রচার সম্পাদক শাহজাহান কবির খান। প্রদর্শনী শেষে তিনটি ক্যাটাগরিতে নয় জন খামারিকে পুরস্কার প্রদান করা হয়।