সিলেট ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, জুন ৬, ২০২১
অনলাইন ডেস্ক
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পরেই এবার তৃণমূলের ‘সেকেন্ড ইন কম্যান্ড’ হলেন অভিষেক ব্যানার্জী। তাকে তৃণমূলের সাধারণ সম্পাদক পদে বসানো হয়েছে। জানা গেছে, অভিষেক মমতার নিজের ভ্রাতুষ্পুত্র (ভাতিজা)।
আজ শনিবার দুপুর ২ টার দিকে বিধানসভায় বড় জয়ের পর প্রথমবার তৃণমূল ভবনে সাংগঠনিক বৈঠেকে মমতা এই ঘোষণা দেন। এদিকে, তৃণমূলে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাওয়ার পর মুখ খুলেছেন অভিষেক। তিনি এক টুইট বার্তায় লিখেছেন, নতুন দায়িত্ব দেওয়ার জন্য আমি দলের কাছে কৃতজ্ঞ। হাজার বাধা থাকা সত্ত্বেও যারা আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন, যারা বাংলাকে জিতিয়েছেন, দলের সেই সমস্ত সৈনিককে ধন্যবাদ।
তিনি ধন্যবাদ জানিয়েছেন দলের বর্ষীয়ান অভিজ্ঞ নেতাদেরও। অভিষেক লিখেছেন, দলের সমস্ত অভিজ্ঞ, বর্ষীয়ান নেতাদের ধন্যবাদ। যারা দুর্দিনের দলের পাশে ছিলেন। দলকে সবথেকে বেশি মূল্য দিয়েছেন।
কীভাবে নিজের নতুন দায়িত্ব পালন করবেন তা নিয়েও টুইটারে আভাস দিয়েছেন তিনি। লিখেছেন, আমি সকলকে কথা দিচ্ছি চেষ্টা কোনও ত্রুটি রাখব না। দেশের প্রতিটি প্রান্তে, প্রতিটি কোনায় দলনেত্রী মমতা ব্যানার্জির বার্তা, কাজ পৌঁছে দেব।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি