সিলেট ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৪ পূর্বাহ্ণ, জুন ৭, ২০২১
অনলাইন ডেস্ক
সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে যোগদান করেছেন বিপ্লব বিজয় তালুকদার। রোববার (৬ জুন) তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন। এসময় তাঁকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
এর আগে গত ২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক আদেশে বিপ্লব বিজয় তালুকদার পুলিশ সুপার (এসপি) পদমর্যাদা থেকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি পান। পদোন্নতির আগে ডিএমপির উপ-কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।
বিপ্লব বিজয় তালুকদার ২০তম বিসিএসের মাধ্যমে ২০০১ সালে পুলিশ বাহিনীতে এএসপি হিসেবে যোগদান করেন। কর্মজীবনে তিনি নাটোর ও মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি সিলেট, মৌলভীবাজার ও চাঁদপুর জেলা, সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং স্পেশাল ব্রাঞ্চে (এসবি)’র বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন UNAMID (দারফুর, সুদান), মিশন হেডকোয়ার্টার্স এর Police Planning Unit-এ Planning Officer হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন বিপ্লব বিজয় তালুকদার।
তিনি সিলেট ক্যাডেট কলেজ হতে এসএসসি ও এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি