সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে বিপ্লব তালুকদারের যোগদান

প্রকাশিত: ১:২৪ পূর্বাহ্ণ, জুন ৭, ২০২১

সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে বিপ্লব তালুকদারের যোগদান

অনলাইন ডেস্ক

সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে যোগদান করেছেন বিপ্লব বিজয় তালুকদার। রোববার (৬ জুন) তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন। এসময় তাঁকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

এর আগে গত ২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক আদেশে বিপ্লব বিজয় তালুকদার পুলিশ সুপার (এসপি) পদমর্যাদা থেকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি পান। পদোন্নতির আগে ডিএমপির উপ-কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

বিপ্লব বিজয় তালুকদার ২০তম বিসিএসের মাধ্যমে ২০০১ সালে পুলিশ বাহিনীতে এএসপি হিসেবে যোগদান করেন। কর্মজীবনে তিনি নাটোর ও মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি সিলেট, মৌলভীবাজার ও চাঁদপুর জেলা, সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং স্পেশাল ব্রাঞ্চে (এসবি)’র বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন UNAMID (দারফুর, সুদান), মিশন হেডকোয়ার্টার্স এর Police Planning Unit-এ Planning Officer হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন বিপ্লব বিজয় তালুকদার।

তিনি সিলেট ক্যাডেট কলেজ হতে এসএসসি ও এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সংবাদ অনুসন্ধান ক্যালেন্ডার

MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 
       
1234567
15161718192021
293031    
       
22232425262728
2930     
       
  12345
2728     
       
28      
       
       
       
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     
       

আমাদের ফেইসবুক পেইজ