সিলেট ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২০
স্পোর্টস ডেস্ক ::
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০১৩ সালের আসরে স্পট ফিক্সিংয়ে জড়িত থাকায় জেলে যেতে হয় এস শ্রীশান্তকে। তিনি দাবি করেছেন, জেলে তাকে জিজ্ঞাসাবাদের নামে জঙ্গিদের মতো নির্যাতন করা হয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্রীশান্ত জানিয়েছেন, আইপিএলের ম্যাচ শেষে পার্টি থেকে সরাসরি জেলে নিয়ে আমার সঙ্গে জঙ্গিদের মতো আচরণ করা হয়েছে। টানা ১২ দিন ধরে ১৬-১৭ ঘণ্টা করে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হয়েছে। সে সব কথা এখনও মনে হলে শিউরে উঠি।
স্পট ফিক্সিংয়ের অভিযোগে এস শ্রীশান্ত, অজিত চান্ডিলা এবং অঙ্কিত চৌহানকে আজীবনের জন্য নির্বাসিত করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
তবে ২০১৮ সালে ক্রিকেট বোর্ডের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে কেরালার হাইকোর্টে মামলা করেন শ্রীশান্ত। সেখানে আদালতের নির্দেশে শ্রীশান্তের নির্বাসনের মেয়াদ কমে সাত বছর করা হয়।
চলতি বছরের সেপ্টেম্বরে শ্রীশান্তর নির্বাসনের মেয়াদ শেষ হবে। নিষেধাজ্ঞা কাটিয়ে আবার খেলায় ফিরতে চান ৩৭ বছর বয়সী এ তারকা পেসার। কেরালার রঞ্জি ট্রফিতে পেশাদার ক্রিকেটে ফিরতে পারেন তিনি।
২০০৭ সালের টি-টোয়েন্টি আর ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতের ট্রফিজয়ী দলের সদস্য ছিলেন শ্রীশান্ত। ফিক্সিং কাণ্ডে জাতীয় দলে ‘সাবেক’ হয়ে যাওয়া এ তারকা পেসার দেশের হয়ে ২৭টি টেস্ট, ৫৩টি ওয়ানডে আর ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৬৯ উইকেট শিকার করেন।
সূত্র: জি নিউজ
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি