চার্টার্ড ফ্লাইট নিয়ে প্যারিসে আয়েবার সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২০

চার্টার্ড ফ্লাইট নিয়ে প্যারিসে আয়েবার সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক :;

ঢাকা থেকে প্যারিস বিশেষ ফ্লাইট নিয়ে সংবাদ সম্মেলন করেছে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়েবা।

প্যারিসে আয়েবা সদর দফতরে মঙ্গলবার সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের মহাসচিব কাজী এনায়েত উল্লাহ।

তিনি ইউরোপে করোনার এই সময়ে প্রবাসীদের জন্য আইসোলেশন, বাসায় খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া এবং বাংলাদেশে আটকেপড়া প্রবাসীদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করাসহ সংগঠনের বেশ কিছু কার্যক্রম তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আয়েবার সহসভাপতি ফখরুল আকম সেলিম, আহমেদ ফিরোজ, যুগ্মসাধারণ সম্পাদক শরিফ আল মমিন, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক স্বপন, কার্যনির্বাহী সদস্য টি এম রেজা, তাপস বড়ুয়া, প্রশাসনিক কর্মকর্তা জানা মারটিনসহ আয়েবার নেতারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৩ জুলাই ১৯০ জন যাত্রী নিয়ে প্যারিসে ২য় বিশেষ ফ্লাইট অবতরণ করবে। এছাড়া বাংলাদেশ দুতাবাস প্যারিস, বিমান বাহিনী কল্যাণ ট্রাস্ট এবং বাংলাদেশ এয়ারলাইনসকে প্যারিসের চার্লস দো গল বিমানবন্দরে অবতরণের অনুমতি দেয়ায় ফরাসি সরকারকে ধন্যবাদ জানানো হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ