এমএ হকের মৃত্যুতে সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের শোক

প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২০

এমএ হকের মৃত্যুতে সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের শোক

অনলাইন ডেস্ক :: বৃহত্তর সিলেট বিভাগ বিএনপির অভিভাবক, বর্ষীয়ান রাজনীতিবিদ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা, সিলেট বিভাগীয় সাবেক সাংগঠনিক, সিলেট জেলা ও মহানগরের সাবেক সভাপতি এম এ হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।

এক শোক বার্তায় বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক, মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট জেলার আহবায়ক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ও সদস্য সচিব এডভোকেট শামীম সিদ্দিকী বলেন, বর্তমানে রাজনৈতিক বৈরিতার এই দুঃসময়ে এম এ হকের বিদায়ে আমরা অভিভাবকশূন্য হলাম। এম এ হক আজীবন দেশ-জাতি ও সিলেটের উন্নয়নে অগ্রনী ভুমিকা পালন করে গেছেন।

দেশের যে কোন দুর্যোগ মুহুর্তে তিনি জাতির সেবায় এগিয়ে এসেছেন। সিলেট বিভাগে বিএনপির কার্যক্রম সুসংহত করতে তিনি কঠোর পরিশ্রম করেছেন। শ্রদ্ধেয় অভিভাবককে হারিয়ে আমরা গভীর শোকাহত। আল্লাহ আমাদের অভিভাবক এম এ হককে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও তাঁর পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন।

নেতৃবৃন্দ মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।