এমএ হকের মৃত্যুতে রেড ক্রিসেন্ট সেক্রেটারি জামিলের শোক

প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২০

এমএ হকের মৃত্যুতে রেড ক্রিসেন্ট সেক্রেটারি জামিলের শোক

অনলাইন ডেস্ক:: সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের আজীবন সদস্য, সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী এম এ হকের মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি, সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক মো. আব্দুর রহমান জামিল।

শুক্রবার এক শোক বার্তায় গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় তিনি বলেন, এম এ হকের মৃত্যুতে শুধু সিলেট বিএনপিই নয়, সিলেটের সম্প্রতির রাজনৈতিক অঙ্গনের একজন অমায়িক মুরব্বিকে হারিয়েছে। স্বীয় কর্মের মাধ্যমে প্রবীণ বিএনপি নেতা এম এ হক সিলেটের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

মো. আব্দুর রহমান জামিল শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।