শনিবার জানা যাবে সিলেট-৩ আসনে কে পাচ্ছেন নৌকা?

প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, জুন ১০, ২০২১

শনিবার জানা যাবে সিলেট-৩ আসনে কে পাচ্ছেন নৌকা?

নিজস্ব প্রতিবেদক :: সিলেট-৩ আসনের উপ নির্বাচনে কে আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন তা জানা যাবে আগামী শনিবার (১২ জুন)। এদিন গনভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা থেকে প্রার্থী ঘোষণা করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আহমদ হোসেন।

তিনি বলেন, সংসদীয় আসনগুলোতে আওয়ামী মনোনয়নে কে নির্বাচনে অংশ নেবেন তা নির্ধারণ করে দলের সংসদীয় মনোনয়ন বোর্ড। সিলেট-৩ আসনসহ আরো দুটি সংসদীয় আসনে প্রার্থী নির্ধারণের জন্য আগামী শনিবার (১২ জুন) গনভবনে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সভা থেকেই ‘নৌকা’ মার্কার প্রার্থী ঘোষণা করা হবে।

এদিকে, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে শূণ্য হওয়া এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন ২৫ জন নেতা। এদের মধ্যে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, বিএমএ’র মহাসচিব ডা. ইহতেশামুল হক দুলাল, প্রয়াত এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর স্ত্রী ফারজানা চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট নিজাম উদ্দিন প্রমুখ।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, শূন্য হওয়া তিন আসনের উপনির্বাচনে মনোনয়ন পত্র জমার শেষ তারিখ ১৫ জুন। ১৭ জুন যাচাই-বাছাইয়ের পর ২৩ জুন পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। আওয়ামী লীগ ২৮ জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ