সিলেট ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, জুন ১০, ২০২১
শাবিপ্রবি প্রতিনিধি :: বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্যকে ধারণ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘সঞ্চালন’।
বৃহস্পতিবার (১০ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ কর্মসূচি উদ্বোধন করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস। এসময় ‘ডি’ বিল্ডিংয়ের সামনে একটি অর্জুন গাছের চারা রোপণ করেন তিনি।
এরপর “ডি” বিল্ডিংয়ের সামনে থেকে, “এ” বিল্ডিং ও লাইব্রেরি ভবনের আশেপাশে চারা রোপণ করা হয়।
এ কর্মসূচির আওতায় ক্যাম্পাসে বিভিন্ন ধরনের সৌন্দর্য বর্ধক ফুল-ফল, ঔষধি ও বনজ গাছ মিলিয়ে ১৫ প্রজাতির প্রায় অর্ধশত বৃক্ষের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ অনুষ্ঠানে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা অধ্যাপক মোঃ মহিবুল আলম এবং কোষাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ড. অনিমেষ সরকার উপস্থিত ছিলেন।
এছাড়া অন্যান্যদের মধ্যে সঞ্চালনের ১২তম কমিটির সভাপতি মাহমুদুন্নবী উদয়, সাধারণ সম্পাদক সুমন মিয়া, বর্তমান কমিটির সভাপতি মোঃ ইমন সরদার, সিনিয়র সহ-সভাপতি দীপ্ত রয়, সহ-সভাপতি সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল আলম আকাশ সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি