সিলেট ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, জুন ১০, ২০২১
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জে সরকারের খাস জমি চিহ্নিত করার সময়ে দখলদারদের হামলায় এসিল্যান্ডসহ আহত হয়েছেন ১০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। এই ঘটনায় আটক করা হয়েছে ১০ জনকে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে সদর উপজেলার আদার বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ সদর উপজেলার আদার বাজার সংলগ্ন এলাকায় সরকারের খাস খতিয়ান ভুক্ত ২৫ একর জমি রয়েছে। বৃহস্পতিবার দুপুরে সেখানে মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের ঘর নির্মাণের ৩০ একর জমি চিহ্নিত করার জন্য সুনামগঞ্জ সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. আরিফ আদনান দুইজন তহশিলদার সার্ভেয়ার ও পুলিশসহ যান। ভূমি অফিসের লোকজন সেখানে সরকারি জমি চিহ্নিত করার কাজ শুরু করতেই হরিনাপাটিসহ আশপাশের গ্রামের নারী শিশু ও কিছু পুরুষ দা, রামদা ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালান। এসময় তারা এসিল্যান্ড আরিফ আদনান ও পুলিশের সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর আলমকেও আক্রমণ করেন। পরে পুলিশ ও আনসার সদস্যরা আত্মরক্ষার্থে গুলি ছুড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে ফের সংঘর্ষের আশঙ্কায় অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন ও সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুর রহমানের নেতৃত্বে উক্ত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান বলেন, ‘সরকারি জমি চিহ্নিত করার সময় দখলদাররা বাধা দিয়েছে। তারা সহকারী কমিশনার ভূমিসহ পুলিশের সাব ইন্সপেক্টরের ওপর হামলা করে।’
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম জানান, সরকারি জমির দখলদারদাররা সংঘবদ্ধ হয়ে সরকারি কমকর্তা-কর্মচারীদের ওপর হামলা করেছে। আত্মরক্ষার্থে পুলিশ ও আনসার ১৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।
তিনি আরও জানান, বর্তমানে তিনি পুলিশ সুপারকে নিয়ে ঘটনাস্থলে আছেন।
সম্পাদক ও প্রকাশকঃ নাজমুল কবীর পাভেল
ভারপ্রাপ্ত সম্পাদক : জুমা কবীর মিম
সহ সম্পাদকঃ আরিফ মাহবুব
নির্বাহী সম্পাদকঃ ধ্রুব জ্যোতি দে
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাহমুদা আক্তার বিউটি
আইটি সম্পাদক : মাসুম আহমদ
উপদেষ্টা সম্পাদক : এ্যাডভোকেট জাহানারা বেগম
ইমেইল: sylnewsbd@gmail.com, pavel.syl@gmail.com
ফেইসবুক পেইজ : Syl News BD
মোবাইলঃ 01712-540420
শ্রীহট্ট মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
Design and developed by ওয়েব নেষ্ট বিডি