ডা. জাফরুল্লাহকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক

প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২০

ডা. জাফরুল্লাহকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক

অনলাইন ডেস্ক :;

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে দেখতে গিয়েছেন দেশের প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আব্দুল্লাহ।

করোনা থেকে সুস্থ হলেও এখনো নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

শুক্রবার রাতে গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা ফরহাদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

ফরহাদ হোসেন বলেন, ‘আজ দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আব্দুল্লাহ এসেছিলেন স্যারকে দেখতে। তারা দুজন একে অপরের সঙ্গে কথা বলেন। তিনি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক এবং চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজখবর নেন।’

ফরহাদ হোসেন বলেন, ‘ডা. জাফরুল্লাহ চৌধুরী স্যার এখন আগের চেয়ে ভালো আছেন। পরিমাণমতো খেতে পারছেন। আজ শ্বাসকষ্ট ছিল না এবং ডায়ালাইসিস প্রয়োজন হয়নি।’