জৈন্তাপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী নারী আটক

প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, জুলাই ৪, ২০২০

জৈন্তাপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী নারী আটক

জৈন্তাপুর প্রতিনিধি:: জৈন্তাপুর থেকে ইয়াবাসহ মাদব ব্যবসায়ী এক নারীকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে ৭পিছ ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ তাকে আটক করা হয়। সে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কুচবাড়ী গ্রামের আলম মিয়ার স্ত্রী আমেনা বেগম সুমা (৩৭)।

পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের উপর শ্যামপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৭পিছ ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় সে তিন মাদক ব্যবসায়ী জাকারিয়া, কুদ্দুস ও কিবরিয়া তার সাথে রয়েছে বলে স্বীকার করে। ৩ জুলাই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তার দেওয়া তথ্য অনুযায়ী অন্য সব জড়িত দের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ